বাঘায় আগুনে পুড়ে তিনটি ঘর ভস্মীভূত


বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর এলাকায় মানিক হোসেন নামের এক ফেরিয়ালা ব্যবসায়ীর বাড়ীতে আগুন লেগে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাতা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

স্থানীয় লোকজন জানান, উজেলার দেবত্তর গ্রামের আজিজুল হকের ছেলে মানিক হোসেন (৪৫) এর রান্নাঘরে রোববার বিকেল ৪ টার সময় প্রথম আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে তাদের গরুর গোয়াল ঘরসহ নিজ শ^য়ন কক্ষে। এ সময় এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। এর কিছুক্ষন পরে উপজেলার বাঘা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে।

এ বিষযয়ে বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এতে প্রায় তিন লক্ষ টাকার খ্ষতি হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। সরকারিভাবে এই পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।


শর্টলিংকঃ