বাঘায় পিতলের গনেশ মূর্তি উদ্ধার


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ড্রেনের কাজ করতে গিয়ে মাটির নিচে থেকে এক কেজি ওজনের একটি পিতলের গণেশ মূর্তি পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ভানুকর গ্রামের সবুজ আলী এবং মাসুদ হোসেন নামের দু’জন শ্রমিক ড্রেনের মাটি খোড়ার কাজ করতে গিয়ে একটি মূর্তি পেয়েছেন।

পরে মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় বাঘা মাজার শরীফের মতোয়ালী খন্দকার মো. মনসুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাঘা বাজারের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা জানান, শাস্ত্র মতে কাউকে কোন ঠাকুরের ছবি বা মূর্তি উপহার দেয়া মানে তার সমৃদ্ধি কামনা করা। গণেশ মূর্তির পুজা করলে সকল বাধা থেকে মুক্তি এবং ব্যবসায় সমৃদ্ধি লাভ করা যায়। তাই হিন্দু সম্প্রদায়ের মানুষ সকল ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ মূর্তিকে পূজা করে ব্যবসা শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ড্রেনের মাটি খুড়তে গিয়ে পিতলের তৈরী একটি মূর্তি পেলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে জমা দিয়েছেন। পরে মূর্তিটি সরকারি কোষাগার তথা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হবে।


শর্টলিংকঃ