বাবাকে শেষবারের মতো দেখতে পারবেন এন্ড্রু কিশোরের সন্তানরা?


ইউএনভি ডেস্ক:

থেমে গেল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প। তাকে দয়াল ডাক দিয়ে নিয়ে গেছেন।


শোকের সাগরে ভাসিয়ে সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্লেব্যাক সম্রাট।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

এদিকে শিল্পীর দুই ছেলেমেয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। বাবার মৃত্যুর খবর ইতিমধ্যে তাদের জানানো হয়েছে।

এন্ড্রুর পরিবার জানিয়েছে, দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিল্পীর ছেলে এন্ড্রু সপ্তক ও এক মে‌য়ে এন্ড্রু সঙ্গা। করোনা পরিস্থিতির কারণে বিশেষ ফ্লাইটের টিকিট পাওয়াটা বেশ কষ্টসাধ্য। সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এন্ড্র কিশোরের দুই সন্তান। টিকিট পাওয়ামাত্রই তারা দেশে ফিরবেন।

পরিবার সূত্র, এন্ড্রু কিশোরের মরদেহ রাখা হয়েছে রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে। ছেলে-মেয়েদের অপেক্ষায় রয়েছেন তারা। সেখানে পড়াশোনা করেন তারা। তারা দেশে আসতে চান। বাবাকে শেষবারের মতো দেখতে চান। করোনা পরিস্থিতিতে অবস্থা প্রতিকূলে থাকলেও দেশে আসার চেষ্টা করছেন তারা। ছেলেমেয়ে ফিরলেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।

এদিকে জানা গেছে, কিংবদন্তি এই শিল্পীর শেষ ইচ্ছা পূরণ করবে তার পরিবার। রাজশাহীতে তার মায়ের পাশে সমাহিত করা হবে তাকে।

এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছায়ই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তাকে কখন দাফন করা হবে সে সময় এখনও নিশ্চিত করা হয়নি


শর্টলিংকঃ