বিএনপির উচ্চ পর্যায়ের ইঙ্গিতেই পাবনায় শেখ হাসিনার ট্রেনে হামলা হয়েছিল


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জড়িত আসামীদের পক্ষ নিয়ে সাফাই গেয়ে বিএনপি প্রমাণ করেছে, ওই সময় শেখ হাসিনার ট্রেনে সন্ত্রাসী হামলা বিএনপির উচ্চ পর্যায়ের ইঙ্গিতেই হয়েছিল। বিএনপি একটি সন্ত্রাসী দল, তাদের সন্ত্রাসী কর্মকান্ড দেশের মানুষ দেখেছে। তাদের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকান্ডের বিচার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  কুমিল্লার আদালতে হত্যাকান্ডকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশে আইনের শাসন নেই’-বিএনপি এমন একথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুক। কারণ বিএনপি ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আদালতে বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকান্ড করা হয়েছিল। বর্তমানে যে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সরকার কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করছে।

পরে তিনি শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এর আগে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন নেতৃবৃন্দ।

জেলা স্বেচ্ছাসবেকলীগ আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি। অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামলীগ-স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শর্টলিংকঃ