বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত আজ


ইউএনভি ডেস্ক:

দেশের বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলে দেওয়া হবে সে ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার। ইতোমধ্যে এ ব্যাপারে উপাচার্যদের মতামত নেওয়া হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ ব্যাপারে মঙ্গলবার জানানো হবে।

করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের টিকা দেওয়া ছাড়া অন্য কোনো উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কি-না সে ব্যাপারে ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সে সময়ে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার বিকেলে সেই সভা অনুষ্ঠিত হয়। এতে করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর সোমবার রাতে সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হবে।

সোমবারের সভা সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা দিয়েই খোলার পক্ষে মত দেন মন্ত্রণালয় ও করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে চাপ রয়েছে বলে সভায় জানান উপাচার্যরা। একই সঙ্গে সরাসরি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তারা। যদি স্বাস্থ্যবিধি মেনে চলতি মাস থেকেই পরীক্ষাগুলো শুরু করা যায় তাহলে শিক্ষার্থীদের চাপ অনেকটাই কমবে বলে মত দিয়েছেন কয়েকজন উপাচার্য।

জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন লাখ। এর মধ্যে আবাসিক হলে থাকেন এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী। তাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়। আগামীতে চীন বা অন্য যে কোনো জায়গা থেকে টিকা আসুক না কেন শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে তা দেওয়া হবে।

তবে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মোট সংখ্যা প্রায় ৪০ লাখ। তাদের মধ্যে ৩৭ লাখই জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী। যাদের বেশিরভাগেরই আবার আবাসিক হলে থাকার সুযোগ নেই। ফলে মাত্র এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার বাকি সব শিক্ষার্থীকে অপেক্ষা করতে হচ্ছে।


শর্টলিংকঃ