বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫০০ ভারতীয়


নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা প্রায় ৫ মাস পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। গত দুই দিনে এ চেকপোস্ট দিয়ে করোনাভাইরাসে বাংলাদেশে আটকে পড়া প্রায় ৫০০ ভারতীয় নাগরিক বেনাপোল দিয়ে দেশে ফিরে গেছেন।


করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ৫০০ ভারতীয় নাগরিক গত দুই দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছেন। আর ১২ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ফিরে এসেছেন দেশে। প্রথম দিনেই চেকপোস্ট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। গতকাল ২৩৩ জন দেশে ফিরে গেছেন, আজ শুক্রবার ফিরে গেছে ২৬৭ জন ভারতীয় নাগরিক।

করোনাভাইরাস মোকাবেলা প্রতিহত করতে বেনাপোল বন্দর দিয়ে সব পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমণ নিষধাজ্ঞা জারি করে ভারত সরকার। দীর্ঘ ৪ মাস ২৩ দিন পর ভারত সরকারের দেয়া শর্ত পূরণ করে তারা তাদের দেশে ফিরে গেছেন।

শর্তগুলোর মধ্যে রয়েছে- ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আর বাংলাদেশিদের ক্ষেত্রে ১ জুলাই ২০২০ সালের পরের ভিসা হতে হবে এবং করোনার সার্টিফিকেট আনতে হবে।

তবে পুরাতন ভিসা থাকলে তাকে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও করোনার সার্টিফিকেট সাথে আনতে হবে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের মধ্যে দুই দিনে প্রায় ৫০০ নাগরিক দেশে ফিরে গেছেন। শর্তপূরণ করেই তারা দেশে ফিরে গেছেন। কাগজপত্র সঠিক থাকলে সব যাত্রী ভারতে ফিরে যেতে পারবেন।


শর্টলিংকঃ