ভাঙ্গুড়ায় সড়কগুলোতে দুর্ঘটনার আশঙ্কা,নিরাপদ সড়কের দাবি


মানিক হোসেন , ভাঙ্গুড়া(পাবনা):

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পাকা সড়কে ধানের খড় এবং গ্যামা ঘাসের ডাটা শুকানোর কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গাড়ী চালক ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।


সরেজমিনে উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, চাটমোহর-ফরিদপুর, ভাঙ্গুড়া-ভেড়ামারা, ভাঙ্গুড়া-ভবানীপুর, ভাঙ্গুড়া-অষ্টমনিষা, ভাঙ্গুড়া-পাটুলীপাড়া, ভাঙ্গুড়া-দিয়ারপাড়া, উপজেলা-চড়-ভাঙ্গুড়া, উপজেলা-কৈডাঙ্গা, উপজেলা-বেতুয়ান সড়কের উপর ধান মাড়াই, ধানের খড় শুকানো, খড়ের গাদা তৈরি, ঘাস শুকানো হচ্ছে। এ কারণে সড়কে স্বাভাবিক ভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গাড়ী চালক ও এলাকাবাসীর অভিযোগ, অধিকাংশই ভাঙ্গা রাস্তার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অন্যদিকে ধানের খড় এবং ঘাসের ডাটা শুকানোর কারণে বোঝাই যায় না কোথায় ভাঙ্গাআছে। এ কারণে চলাচলে বিঘ্ন হচ্ছে।


শর্টলিংকঃ