মস্কোয় বিমান দুর্ঘটনায় নিহত ৪১


সারাদুনিয়া ডেস্ক :

রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন কেবিন ক্রু রয়েছেন। বিমানে মোট ৭৮ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।

মস্কোর শেরেমেতেভো বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের যাত্রীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বেরিয়ে আসছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, এ দুর্ঘটনা থেকে বাঁচতে পারাটা ‘মিরাকল’।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় আহত ছয়জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সুখোই সুপারজেট-১০০ বিমানটিতে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে ক্রুরা যাত্রীদের বাঁচাতে মাত্র ৫৫ সেকেন্ড সময় পেয়েছিলেন। এরমধ্যেই তারা যথাসাধ্য চেষ্টা করেছেন যাত্রীদের রক্ষা করতে।


শর্টলিংকঃ