মাস্ক পরতে বলায় পুলিশের ওপর যুবলীগ নেতার হামলা


ইউএনভি ডেস্ক:

মাস্ক পরতে বলে মারধরের শিকার হওয়ার পর রাজধানীর পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। সোমবার রাতে সরকারি কাজে বাধা ও চুরির অভিযোগ তুলে পল্লবী থানায় মামলাটি করেন ট্রাফিক সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা।

মাস্ক পরতে বলায় পুলিশের ওপর যুবলীগ নেতার হামলা
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘যুবলীগ নেতা জুয়েল রানাকে মাস্ক পরতে বলায় তিনি তার (ট্রাফিক সার্জেন্ট) ওপর হামলা চালান এবং শরীরে সংযুক্ত ক্যামেরা কেড়ে নেন। জুয়েল নিজের পকেট থেকে পিস্তল বের করেও সার্জেন্টের দিকে তেড়ে আসেন।’মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মা’বুদ।

তিনি  বলেন, ‘সোমবার রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় সরকারি কাজে বাধা ও চুরির অভিযোগ করা হয়েছে। মামলা নং-৬১। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তবে তিনি পলাতক। তাকে গ্রেফতারে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে থানা পুলিশ।’


শর্টলিংকঃ