মুজিবনগর দিবসকে জাতীয়ভাবে পালনের দাবি রাবি শিক্ষার্থীদের


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা মেহেরপুর স্টুডেন্ট ডেপেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা)। বুধবার (১৭ এপ্রিল) সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

ঐতিহাসিক মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিতে রাবিতে মানববন্ধন

এর আগে সকাল ১১ টায় গ্রন্থাগারের সামনে থেকে তারা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী গিয়াসউদ্দিন গিয়াস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুপস্থিতিতে মুজিবনগর অস্থায়ী সরকার হিসেবে এ দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।’

‘স্বাধীনতা যেখানে শুরু, যেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, সেই মেহেরপুরের মুজিবনগর আজ অবহেলিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুজিবনগর দিবসকে জাতীয়ভাবে ঘোষণা দিয়ে আমাদের অন্যান্য দাবি গুলো পূরণের অনুরোধ জানাচ্ছি।’

মানববন্ধনে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবের সঞ্চালনায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ