মোহনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নে মাটিকাটা গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন প্রেমিকা বলে অভিযোগ উঠেছে।


গতকাল বুধবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটেছে। নিহত কলেজ ছাত্রী উপজেলার হরিহরপুর গ্রামের বদের উদ্দিন বুদুর মেয়ে জরিনা খাতুন (২০)।

জরিনা খাতুন নওহাটা ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। প্রেমিক একই উপজেলার মাটিকাটা গ্রামের আবদুল মান্নানের ছেলে মাহবুর রহমান (২৫)। সে রাজশাহী নিউ ডিগ্রি কলেজের অনার্সের দর্শন বিভাগের ছাত্র। নিহত কলেজ ছাত্রী জরিনা খাতুন মাহবুর রহমান সম্পর্কে ফুফাতো বোন হয়। আর ওই সূত্র ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুর রহমানের সাথে জরিনা খাতুনের প্রেমের সম্পক ছিল। এই সুবাধে গতকাল বুধবার দুপুরের দিকে মেয়েটি বিয়ের দাবি নিয়ে প্রেমিক মাহাবুরের বাড়িতে যান। এসময় প্রেমিক ও তার পরিবারের লোকজন তাকে লাঞ্ছিত করে। বাড়ির বাইরে বের করে দেয়ার চেষ্টা করে।

নিরুপায় হয়ে মেয়েটি বিষপান করে। এসময় প্রেমিক পরিবারের লোকজন কৌশলে মেয়েটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কলেজ ছাত্রীর ভাই মোশারফ হোসেন জানান,গতকাল বুধবার সকাল ৯ টার সময় তার বোন জরিনা খাতুন কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। বেলা তিন টার সময় তারা জানতে পারেন জরিনা খাতুন মাহবুর রহমানের বাড়িতে বিষ পান করার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘মামাতো-ফুফাতো ভাই-বোনের মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে ।


শর্টলিংকঃ