মৌসুমী মম’র কবিতা


পরিবর্তনের ধারায়

মৌসুমী মম

ভেঙে ফেল সব প্রতিবন্ধকতা
খুলে ফেল যত অদৃশ্য শিকল
বৃষ্টিতে ভেজা পিচ্ছল পথ
ভাঙ্গা ব্রিজ নেই সাকোঁ
তবুও পাড়ি দিতে হবে পথ
ভাঙতে পরাধীনতা
আনতে নিজ স্বাধীনতা।

প্রলোভিত বিভীষিকাময়, অমাবস্যার রাত
হয়ো না শান্ত দিঘীর জল
হও রুদ্র সমুদ্র
শ্বাপদের বিষ নিও না নিঃশ্বাসে
স্বপ্ন সিন্দুকে থেকো না বন্দী
করো সমতার লড়াই
হয়ে পূর্বাভাসের বাঁশি।

বিচার চাই বিচার চাই
বলে সকলেই
চাই না তীব্র কণ্ঠে
ভাবে কপাল না হয় কপালের ফাঁড়া
স্পর্প রূপে তুলো ফণা
কালি রূপে ধরো খাঁড়া।

আজও আছে তারা
তোমার অপেক্ষায়
তুমি দেহে নারী মনে মানুষ
ভীতু অপারগ যাঁরা
থামাবে তোমায়
থেমো না তুমি, তুমিই হবে শুরু পরিবর্তনের ধারায়।


শর্টলিংকঃ