ম্যানইউ-ম্যানসিটি ম্যাচে দর্শক সাকিব


ইউএনভি ডেস্ক:

‘ম্যানচেস্টার ডার্বি’ মাঠে বসে উপভোগ করলেন সাকিব আল হাসান। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখতে ওল্ড ট্রাফোর্ডে ছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এই দ্বৈরথে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয়ী হয় রেড ডেভিলরা।

ম্যানইউ-ম্যানসিটি ম্যাচে দর্শক সাকিব

একটি আন্তর্জাতিক তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার সঙ্গে যুক্ত সাকিব। প্রতিষ্ঠানটি ম্যানইউর সঙ্গেও সম্পৃক্ত। সেই সুবাদে ইংলিশ দলটির ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে যান তিনি।

আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। ক্রিকেট থেকে দূরে থাকলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে।

এদিকে আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার মেলর্বোনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ক্রিকেট উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।


শর্টলিংকঃ