“যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘ভণ্ডদের আখড়া’ “


ইউএনভি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ‘ভণ্ডদের আখড়া’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেনেসিতে দুই জন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার (৮ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন যুক্তরাষ্ট্রে বসবাস করা জয়। এতে দুই আইনপ্রণেতার টেনেসির প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কার সংক্রান্ত বিবিসি’র এক প্রতিবেদন শেয়ার করে কয়েক লাইনের মন্তব্য করেন তিনি।

পোস্টে ইংরেজির পাশাপাশি বাংলায় সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আইনসভা একজন শ্বেতাঙ্গকে বাদ দিয়ে দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতাকে বহিষ্কার করার পক্ষে ভোট দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একগুচ্ছ ভণ্ড ছাড়া আর কিছুই নয়।’


শর্টলিংকঃ