রাজশাহীতে নয়া মাদক ‘ট্যাপেন্টাডল’ সহ দুইভাই আটক


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে রাজশাহী মেট্রপলিটন পুলিশ। রবিবার (৬ জুন) সন্ধায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাব-ডিপো কোয়ার্টার্সের মকসেদ আলীর ছেলে হামিম (২৭) ও ফারুক (৩০)।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশের একটি টিম হামিম ও ফারুককে আটক করে এসময় তাদের কাছ থেকে ২১৬ পিস ট্যাপেন্টাড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই কর্তা।

উল্লেখ্য যে, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত ‘টাপেন্টাডল’ জাতীয় ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। মাদকসেবীরা এ জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


শর্টলিংকঃ