রাজশাহীর মোহনপুরে ঋণের বোঝা বইতে না পেরে মেম্বারের আত্মহত্যা?


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের বোঝা বইতে না পেরে গতকাল মঙ্গলবার রাতে আব্দুল আজিজ (৫০) নামের এক মেম্বার আত্মহত্যা করেছেন।

রাজশাহীর মোহনপুরে ঋণের বোঝা বইতে না পেরে মেম্বারের আত্মহত্যা?

আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।তিনি জানান নিহত আবদুল আজিজ জাহানাবাদ এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।আজ বুধবার সকাল ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান,জাহানাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও জাতীয় পার্টির নেতা আব্দুল আজিজ।আজ সকালে তার বাড়ির পেছনের একটি বাগানে গাছের সঙ্গে বাঁধা রশিতে আব্দুল আজিজকে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।এলাকার কয়েকজন জানান,আব্দুল আজিজ কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন।এভাবে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।এই টাকার সুদসহ কিস্তি তিনি কোনো ভাবেই পরিশোধ করতে পারছিলেন না।এই অভাবের তাড়নায় রাতে তিনি আত্মহত্যা করেন।


শর্টলিংকঃ