রাণীনগরে সাংসদের সবজির বীজ বিতরণ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংসদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক-কৃষাণীর মাঝে সবজির  বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদে  প্রথম ধাপে ৫শত কৃষক-কৃষাণীর মাঝে বীজ বিতরণ করা হয়।

রাণীনগরে স্থানীয় সাংসদের সবজির বীজ বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি ও নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করে ঘরে অবস্থান করার আহবান জানান তিনি ।

কৃষি কর্মকর্তারা জানান, বিদেশী অধিক ফলনশীল সবজির চাষ এই উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া ও বর্তমান করোনা ভাইরাসের সংকটময় সময়ে কোন কৃষক-কৃষাণী যেন তাদের কোন জমিই পতিত ফেলে না রেখে সবজি চাষ করেন সেই লক্ষ্যে পরবর্তিতে পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এই বীজগুলো বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।


শর্টলিংকঃ