রাফি হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ যুব মৈত্রীর মানববন্ধন


ইউএনভি ডেস্ক:

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ যুব মৈত্রী শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স।

বক্তব্য দেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, সহ-সভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, কায়সার আলম ও কাজী মাহমুদুল হক সেনা সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নুসরাতকে হত্যা করার মধ্য দিয়ে মানবিকতাকে হত্যা করা হয়েছে।

নেতৃবৃন্দ নুসরাতের খুনি সিরাজ-উদদৌলা গংদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি জানান। গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাত আলিম পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন দেয়।

গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান। এর আগে গত ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা।


শর্টলিংকঃ