রাবিতে আন্তঃবিভাগ অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস


রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ রানার আপ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। এতে বিশ্ববিদ্যালয়ের ২৯টি বিভাগ অংশ নেয়।

রাবিতে আন্তঃবিভাগ অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান

বুধবার দিনভর বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমূখ।


শর্টলিংকঃ