রাবিতে সাইকেল স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রত্যেকটি ভবনের সামনে ‘সাইকেল স্ট্যান্ড’ স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি জানান।

সাইকেল স্ট্যান্ড স্থাপনের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী সাইকেলে ক্যাম্পাসে আসে। সাইকেল বারান্দায় রেখে ক্লাস করতে গেলে কিংবা বাইরে গেলে সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এমনকি সাইকেল, মোটরসাইকেল রাখার জন্য স্ট্যান্ড বানাচ্ছেন না। যার ফলে প্রতিনিয়তই সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটে। তাই আমরা প্রতিটি ভবনে ও রাস্তায় সিসি ক্যামারের আওতায় আনা এবং প্রতিটি ভবনের সামনে সাইকেল স্ট্যান্ড বানানোর দাবি জানায়।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষার্থীদের সকল ধরণের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কারণ একজন শিক্ষককের কাছে তাঁর গাড়ি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একজন শিক্ষার্থীর কাছে তার সাইকেল গুরুত্বপূর্ণ। শিক্ষকদের গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য কোন ব্যবস্থা নেই। প্রতিটি ভবনে সিসি ক্যামেরা এবং সাইকেল রাখার নিদিষ্ট স্থান স্থাপনের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু, জুয়েল মামুন। এসময় প্রায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ