রামেক আইসিইউতে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম আইজ উদ্দিন। বয়স ৭২ বছর। তার বাড়ি মহানগরীর মহিষবাথান এলাকায়। 


এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আইজ উদ্দিনের করোনার উপসর্গ ছিল। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। নমুনা পরীক্ষার আগেই সকালে তিনি মারা গেছেন।

তিনি জানান, মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে। এখন স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে।


শর্টলিংকঃ