শার্লি হেবদোর পুরোনো অফিসের কাছে ছুরি হামলা


ইউএনভি ডেস্ক:

ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে ছুরি হামলায় দুইজন আহত হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স এ তথ্য জানিয়েছেন।


পুলিশ বিভাগ জানিয়েছে, আহতরা দুইজন সাংবাদিক। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স বলেছেন, ‘প্যারিসে একটি গুরুতর ঘটনা ঘটেছে। দুইজন আহত হয়েছে।

তিনি জানান, শার্লি হেবদোর সাবেক দফতরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে পত্রিকাটির বর্তমান অফিসের ঠিকানা গোপন রাখা হয়েছে।

২০১৫ সালে শার্লি হেবদোর এই কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ১২ জন নিহত হয়। হামলার ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলতি মাসে প্যারিসে শুরু হয়েছে।

রয়টার্স


শর্টলিংকঃ