সীমান্তে পথচারীর কাছে মিলল কোটি টাকার স্বর্ণ


ইউএনভি ডেস্ক:

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ৭৪৯ গ্রাম। এর দাম প্রায় কোটি টাকা।


সোমবার সকালে বিজিবির ভোমরা কোম্পানির একটি টহল দল সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের ওপর থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহমুদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুবেদার হারুণের নেতৃত্বাধীন একটি টহল দল ওই স্বর্ণ জব্দ করে। এ সময় গ্রেফতার করা হয় লক্ষ্মীদাঁড়ি গ্রামের চোরাচালানি হাফিজুরকে। হাফিজুর পায়ে হেঁটে ওই স্বর্ণ পাচার করছিল। স্বর্ণের বারগুলো একটি প্যাকেটে রাখা ছিল।

জব্দকৃত ১৫ বারের স্বর্ণের ওজন এক কেজি ৭৪৯ গ্রাম। এর দাম প্রায় কোটি টাকা। চোরাচালানি হাফিজুরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।


শর্টলিংকঃ