২৯০ দিনে নিহত ২৪০৯: কাশিয়ানীতে সড়কে প্রাণ গেল ৫ জনের


ইউএনভি ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-নসিমনের সংঘর্ষে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া দেশের পাঁচ জেলায় প্রাণ গেছে আরও পাঁচজনের

২৯০ দিনে নিহত ২৪০৯: কাশিয়ানীতে সড়কে প্রাণ গেল ৫ জনের

এদের মধ্যে রাঙ্গামাটিতে বাস হেলপার, কুমিল্লায় অটোরিকশা যাত্রী, জামালপুরের বকশিগঞ্জে মোটরসাইকেল আরোহী, ভোলায় বৃদ্ধ ও চট্টগ্রামের আনোয়ারায় পথচারী রয়েছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ নিয়ে ২৯০ দিনে ঝরল ২৪০৯ প্রাণ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ও ফরিদপুর পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী, রাফিক মোল্যার ছেলে বদিয়ার মোল্যা, বজলু ফকিরের ছেলে মিজান ফকির, আজিরন ফকিরের ছেলে লায়েক ফকির ও আবি মোল্যার ছেলে সিরাজুল ইসলাম মোল্যা।

রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই নিহত বাসটির হেলপারের নাম জানা যায়নি। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাসচাপায় নিহত অটোরিকশার যাত্রী সুজন মিয়া উপজেলার রুপুদ্দি গ্রামের রহমত আলীর ছেলে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

বকশিগঞ্জ (জামালপুর) : বকশিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত রফিকুল দেওয়ানগঞ্জ উপজেলার আমখাওয়াচরের মঞ্জু মিয়ার ছেলে। সে এ বছর বাউবি এসএসসি পরীক্ষার্থী ছিল। এ দুর্ঘটনায় আহত অন্তর একই গ্রামের জলিল মিয়ার ছেলে। শুক্রবার বকশিগঞ্জ সানন্দবাড়ি সড়কের সূর্যনগরে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা : ভোলার পশ্চিম ইলিশা এলাকায় শুক্রবার ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ নিহত হন বৃদ্ধ আবুল কাসেম মৃধা।

চট্টগ্রামে : আনোয়ারায় জিপের (চাঁন্দের গাড়ির) ধাক্কায় নিহত অছি আহমেদ ৭নং ওয়ার্ডের গোদার পাড়ার বাছা মিয়ার ছেলে। শুক্রবার পৌরসভার ৮নং ওয়ার্ডের শুঁটকি বেপারির বাড়িসংলগ্ন রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইবি : শিক্ষা সফর থেকে ফেরার পথে মধ্যরাতে দুর্ঘটনায় পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাস। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় রাস্তায় থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনার শিকার হয় বাসটি।

এ ঘটনায় গাড়িতে থাকা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম ও ড. ধনঞ্জয় কুমারসহ অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ড্রাইভার ও হেলপারসহ ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরো পড়তে পারেন:রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে ওরস ট্রেন যাবে শনিবার


শর্টলিংকঃ