৪৪ দিন পর ভারতে সংক্রমণ কমে ২ লাখের নিচে


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে সংক্রমণ কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত দেড় মাসে সর্বনিম্ন সংক্রমণ। এ নিয়ে দেশটিতে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জনের দেহে করোনা শনাক্ত হলো।


শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।এতে বলা হয়েছে, ৪৪ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ এতটা কম হল। পাশাপাশি দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে।

গত দু’সপ্তাহ ধরে দেশে যত লোক রোজ কোভিডে আক্রান্ত হয়েছেন তার থেকে বেশি রোগী রোজ সুস্থ হয়ে উঠছেন। এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

দুসপ্তাহ আগে দক্ষিণ এশিয়ার দেশটিতে সক্রিয় রোগী ছিল ৩৭ লাখের বেশি। এখন তা কমে হয়েছে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জনদেশটিতে সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। গত ৪ দিন ভারতে সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের নিচে।

দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগঢড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজারের বেশি, অন্ধ্রপ্রদেশে ১৬ হাজারের বেশি। মহারাষ্ট্রে সংক্রমণ কমে দৈনিক ২১ হাজারের ঘরে নেমেছে। কর্নাটক এবং কেরালায়ও তা ২৫ হাজারের কম। কিন্তু তামিলনাড়ুতে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৬১ জন।


শর্টলিংকঃ