৭ জুলাই থেকে পর্যটকদের স্বাগত জানাবে দুবাই


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ফের দুবাই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। আগামী ৭ জুলাই থেকে সেখানে পর্যটকদের স্বাগত জানানো হবে। তবে এবার করোনার কারণে নিয়ম থাকবে ভিন্ন।

সংযুক্ত আরব আমিরাতের আকর্ষণীয় পর্যটন গন্তব্য দুবাই। বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীদের কাছে এটি প্রিয় শহর। দুবাই ভ্রমণে আগ্রহীদের কিছু নিয়মাবলি ও নির্দেশিকা মেনে চলতে হবে। নতুন নিয়মানুযায়ী, ৭ জুলাই থেকে দুবাই প্রবেশের জন্য চার দিন আগে পাওয়া করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

আর যারা করোনা পরীক্ষা করাননি, তারা বিমানবন্দরে পরীক্ষা করাতে পারবেন। যদি কোনো পর্যটকের শরীরে এই ভাইরাস ধরা পড়ে, তবে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

দুবাইয়ে প্রত্যেক বিদেশি ভ্রমণকারীকে মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষের জানার সুবিধার্থে তাদের অবশ্যই সব বিবরণ নিবন্ধন করতে হবে।

এ ছাড়া পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক। আমিরাত সরকার আরও জানিয়েছে, কোনো পর্যটকের করোনার উপসর্গ থাকলে বিমান সংস্থা চাইলে তাকে ফ্লাইট থেকে বাদ দিতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


শর্টলিংকঃ