নাচোলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নাচোলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
নাচোলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং করেন চাঁপাইনবাবগঞ্জ টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। পরে বেলা ১১টায় একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দু’টোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারের বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, টিসির সিনিয়র শিক্ষক মেহনাজ খাতুন, চীফ ইন্সট্রাকটর জাকির হোসেন, শিক্ষক মামুন রেজা ।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মঈনুদ্দিন সম্পাদক ওদুদ

এছাড়াও সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 


শর্টলিংকঃ