ম্যাসেজ ফরোয়ার্ডে লাগাম টানছে হোয়াটসঅ্যাপ


ইউএনভি ডেস্ক:

ভুয়া খবর ছড়াতে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। ভিত্তিহীন তথ্য যাতে খুব বেশি ছড়াতে না পারে তা নিশ্চিত করতে একবারে একটি ম্যাসেজ একজনকে ফরোয়ার্ডের নিয়ম বানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ম্যাসেজ ফরোয়ার্ডে লাগাম টানছে হোয়াটসঅ্যাপ

এক ব্লগ পোস্টে তারা জানায়, হোয়াসঅ্যাপ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। তাই ভুয়া খবর ছড়ানোর গতি কমানো জরুরি।মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ২০ জন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে।

গত বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৫ বার ম্যাসেজ ফরোয়ার্ডের নিয়ম জারি করে হোয়াটসঅ্যাপ। এই নিয়মের আওতায়, ৬ বারের বার ম্যাসেজ ফরোয়ার্ড করতে চাইলে ম্যাসেজটি ফোনে সেইভ করে তারপর আপলোড করে ম্যাসেজ পাঠানো যায়।

কিন্তু ফরোয়ার্ড বাটন আর কাজ করে না। এতে বিশ্বজুড়ে ম্যাসেজ ফরোয়ার্ডের হার ২৫ শতাংশ কমে যায়।এছাড়াও, কোনগুলো বহু বার ফরোয়ার্ড করা ম্যাসেজ তা বোঝাতে ম্যাসেজের পাশে ডবল অ্যারো চিহ্ন দিয়েছে হোয়াটসঅ্যাপ।


শর্টলিংকঃ