অনিশ্চিত ব্ল্যাকবেরি ফোনের ভবিষ্যৎ


ইউএনভি ডেস্ক: 

বিগত দশকের ফ্ল্যাগশিপ ফোন ব্ল্যাকবেরির নতুন ফোন বাজারে আসার সম্ভাবনা আর নেই।

ব্ল্যাকবেরি ফোন। ছবি : এনগ্যাজেটস
ব্ল্যাকবেরি ফোন। ছবি : এনগ্যাজেটস

চলতি বছরই ফোনটির উৎপাদন বন্ধ করে দেবে কানাডিয়ান কোম্পানি ব্ল্যাকবেরির অংশীদার টিএলসি কমিউনিকেশনস। ব্ল্যাকবেরির সঙ্গে টিসিএলের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে আর চুক্তি করেনি টিসিএল। তাই ব্ল্যাকবেরির ডিজাইন, উৎপাদন ও বিক্রি স্বত্ব তারা হারিয়েছে। এখনো যে ব্ল্যাকবেরি ফোনগুলো সচল আছে সেগুলোতে ২০২২ পর্যন্ত তারা কাস্টমার ও ওয়ারেন্টি সেবা দেবে।যদি ফোন উৎপাদনের জন্য ব্ল্যাকবেরি নতুন কোনো কোম্পানির সঙ্গে চুক্তি না করে তবে চিরতরে বিদায় নেবে ব্ল্যাকবেরি ফোন।

গত দশকের মাঝামাঝি জনপ্রিয়তা কমতে থাকলে ২০১৬ সালে ফোন উৎপাদনের জন্য টিএলসি কমিউনিকেশনের সঙ্গে চুক্তি করে ব্ল্যাকবেরি। টাচস্ক্রিন ফোনের বাজারে সুবিধা করতে না পারায় দ্রুতই ব্ল্যাকবেরি ফোনের বিক্রি কমে যায়। তাই ফোনের পরিবর্তে সফটওয়্যার ও ইন্টারনেট অব থিংক (আইওটি) ডিভাইস নির্মাণের প্রতি ঝোঁকে ব্ল্যাকবেরি।বর্তমানে বিশ্ব স্মার্টফোন বাজারের মাত্র ১ শতাংশ ব্ল্যাকবেরির দখলে রয়েছে।


শর্টলিংকঃ