‘অভিনয় জীবন’ নিয়ে যা বললেন ‘পদ্মা নদীর মাঝি’ কুবের


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অভিনয় জীবন; ভুল করতে করতে শেখা, আবার নতুন করে ভুল করা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন পদ্মানদীর মাঝিতে কুবেরখ্যাত রাইসুল ইসলাম আসাদ। অভিনয়, তারকা ও অভিনেতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে চলে প্রাণবন্ত আলোচনা। চলচ্চিত্র বিষয়ক ছোট কাগজ ‘ম্যাজিক লণ্ঠন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘পড়তে হবে জানার জন্য, ভাল জানা-শোনা থাকলে অভিনয়ে ভুল কম হবে। যারা না পড়ে অভিনয়ের চর্চা করে তাদের অনেক ভুল হয়। তবে শুধু পড়ে অভিনয় শেখা যায় না, অভিনয় চর্চার বিষয়। চর্চা করতে করতে অভিনয় শেখা যায়।’

তিনি বলেন, স্টার বা তারকা হচ্ছেন তিনি, যিনি একই চরিত্রে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। দর্শক তা সাদরে গ্রহণও করে। অন্যদিকে অভিনেতা হচ্ছেন তিনি, যে ব্যক্তি ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে ভিন্ন চরিত্রের অভিনয় করেন।’

বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে খ্যাতিমান এই অভিনেতা বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক ভাবনার সৃষ্টি হচ্ছে এবং ক্রমে তা বাড়ছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এটি পরিহার করে যখন আমি থেকে আমরা হয়ে উঠতে পারবো; তখনই আমরা কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবো।’

অনুষ্ঠানে ‘ম্যাজিক লণ্ঠন’ এর সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক কাজী মামুন হায়দারের সভাপতিত্বে সংগঠনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ