অসহায় নারীকে সেলাই মেশিন দিল ‘মানবতার জাগরণ’


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার অসহায় মোছা. সাদিয়াকে সেলাই মেশিন প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জাগরণ’। বুধবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তার হাতে সেলাই মেশিন তুলে দেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

এসময় ‘মানবতার জাগরণ’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম খান ববিন, আমিনুল ইসলাম রাকিব, ওম সাহা ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েক বছর আগে মানব সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জাগরণ’।

প্রথমে সংগঠনটি এতিম শিশুদের নিয়ে কাজ শুরু করে। ধীরে ধীরে সংগঠনের কার্যক্রম বিস্তৃত হতে থাকে। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম খান ববিন বলেন, এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত।

আগামীতেও মানুষের পাশে থাকবে ‘মানবতার জাগরণ’। এছাড়াও বিত্তবানরা নিজ নিজ জায়গা থেকে দুস্থদের পাশে দাঁড়ালে বাংলাদেশ একদিন ক্ষুধা ও দারিদ্র্যমূক্ত সোনার বাংলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


শর্টলিংকঃ