‘আন্দোলন করলে শ্রমিকদের আইনের আওতায় আনা হবে’


নিজস্ব প্রতিবেদক :

সড়ক আইনের বিরোধিতাকারীদের উদ্দেশে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার বলেছেন, আইন সবাইকেই মানতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আইন অমান্য করে শ্রমিকরা সড়ক অবরোধ বা আন্দোলন করলে তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার দুপুরে নগর ভবনে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজশাহীর আমচত্ত্বরে প্রাইভেট কার চলাচলে বাধা দেয় শ্রমিকরা

এসময় বিভাগীয় কমিশনার শ্রমিকদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইন করা হয়েছে সকলের মঙ্গলের জন্যই। এতে সবাই উপকৃত হবে।

এদিকে, তিন দিনের মাথায় রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচলের ঘোষণা দেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী বাস টার্মিনালে তিনি এই ঘোষণা দেন। তবে এই ঘোষণার পরও রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক হয়নি এখনো। আজও বিভিন্ন রুটে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এই শ্রমিক নেতা জানান, কিছু পরিবহন মালিক সরকারকে বেকায়দায় ফেলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু মোটর শ্রমিক ইউনিয়ন তা হতে দেবে না। এ সময় তিনি শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।


শর্টলিংকঃ