‘এইডস আছে’ শুনে ভাগলেন ধর্ষক


ইউএনভি ডেস্ক:

ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে এইচআইভি পজিটিভ বলে দাবি করেছিলেন এক নারী। আর তার ‘এইডস আছে’ শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত কিশোরবিলাস আভহাদ নামে এক যুবক। ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ শহরে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, পরে এইডসে আক্রান্ত হওয়ার ভয়ে ধর্ষণ না করলেও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

গত ২৫ মার্চ আওরঙ্গবাদের রাজনগরে এই ২৯ বছরের বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করে কিশোরবিলাস। ওইদিন নিজের ৭ বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন এই নারী। বাজার থেকে ফেরার সময় দেখেন তার কাছে মাত্র ১০ টাকা আছে। এই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি।

এতে বলা হয়, পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বিলাস। তিনি মা ও মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। এরপর নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা করেন। উপস্থিত বুদ্ধির আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাতে এই নারী জানান তার এইডস আছে।

এই কথা শুনে পালিয়ে যান ধর্ষণে উদ্যত ব্যক্তি। পরে পুলিশে আভিযোগ করেন ওই মহিলা।


শর্টলিংকঃ