নওগাঁয় সরকারদলীয় এমপি করোনা সংক্রমিত


ইউএনভি ডেস্ক:

বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে  বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।” ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য। সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১ মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

এ দিকে সংসদ সচিবালয় থেকে ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ শুক্রবার স্যারের করোনা পজেটিভ এসেছে। ভবনটি লকডাউন করা হতে পারে। এ বিষয়ে সংসদের চিফ মেডিকেল অফিসার ডা. আরিফুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই।


শর্টলিংকঃ