করোনায় মৃত্যু বেড়ে ৪, আক্রান্ত ৩৯ জন


ইউএনভি ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন।নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে খালি রয়েছে বেড। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে খালি রয়েছে বেড। ছবি: ফোকাস বাংলা

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নতুন করে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছরের উপরে। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরদিকে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

আরও পড়ুন: শিগগিরই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়। এর দুদিন পর ২১ মার্চ আরও এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সোমবার আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। সবশেষ আজ আরো একজনের মৃত্যু হলো।


শর্টলিংকঃ