খাবারে বড়শি, হল গেট বন্ধ করে রাবিতে বিক্ষোভ


রাবি প্রতিনিধি:

খাবারের ভিতর বড়শি পাওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল অভ্যন্তরে চেয়ার, সিসিটিভি ক্যামেরা ভাঙ্চুর করেন ও নানা দাবি তুলে ধরেন। পরে প্রক্টর ও হল প্রাধ্যক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করলে ও শিক্ষার্থীদের দাবি পুরণে আশ্বাস দিলে তারা আন্দোলন বন্ধ করেন।

জানা যায়, শুক্রবার দুপুরে হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেন ডাইনিং এর মাছ ভর্তার মধ্যে মাছ ধরা বড়শি পান। এরপর বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলন শুরু হলে হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে ভেতরে যেতে দেননি শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলে হল প্রাধ্যক্ষসহ প্রক্টোরিয়াল বডিকে ভেতরে ডুকতে দেন। তাদের আশ্বাসসে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করেন। এর আগেও গত বছরের ১৫ এপ্রিল এ হলের ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকালে শিক্ষার্থীরা হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা, হল মসজিদে ওযুখানা নির্মাণ, ওয়াইফাই ইন্টারনেট নিরবিচ্ছিন্ন রাখা, রিডিং রুম চালু, ক্যান্টিন চালু, শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ভালো আচরণসহ নানা দাবি তুলে ধরেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। হলের আবসিক শিক্ষক সাইফুর রহমানকে আহবায়ক করা হয়। অন্য দুই আবাসিক শিক্ষক ড. আব্দুল হালিম, ড. ছালেকুজ্জামান খাঁন সদস্য হিসেবে আছেন। শিক্ষার্থীদের দাবি পুরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হল প্রশাসনকে বলেছি।


শর্টলিংকঃ