গোদাগাড়ীতে গাছের সাথে এ কেমন শত্রুতা!


গোদাগাড়ী প্রতিনিধি:

গাছের সাথে এ কেমন শত্রুতা! রাজশাহীর গোদাগাড়ীতে রাতের অন্ধকারে খাইরুল ইসলাম নামের এক কৃষকের ৩৩০ টি ফলের গাছ কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের নবিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খাইরুল ইসলাম পাকড়ি ইউনিয়নের বারহাটি গ্রামের মৃত আলহাজ্ব সাইদুর রহমানের ছেলে। ক্ষতিগ্রস্থ বাগানি খাইরুল ইসলাম বলেন, শত্রুতা করে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা আমার গোপালপুর মৌজার দেড় বিঘা জমির ১০ মাস বয়সি মুকুল ধরা ১৫০ টি মাল্টা,১৫০টি পেয়ারা ৩০ টি পেঁপে গাছ কেটে ফেলেছে।

এতে আমার ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে এর আগে ২ বছর আগে ফল ধরে থাকা ৬০ টি মাল্টার গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। সে সময় থানায় একটি জিডি করে কোন লাভ হয়নি। তবে এবার থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলাম বলেন, আবারও থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ বলেন, এ বিষয়ে মৌখিক ভাবে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন , লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ