গোদাগাড়ীতে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ায় তিনজনকে জরিমানা


গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর সদর বাজারে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য বাজার মনিটরিং করার সময়। পেঁয়াজসহ দ্রব্য মূল্যের দাম বেশী রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে এক মুদি দোকান ও দুই মিল মালিককে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত একটি মুদি দোকানের মালিককে পাঁচ হাজার ও দুই মিল মালিককে পাঁচ হাজার করে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। কাঁকনহাট বাজারের শহিদুল মুদি দোকানদার ও মিল মালিক বানী ইসরাইল ও মইনুদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশী রাখার দায়ে ২০০৯ এত ৪০ ধারায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়।


শর্টলিংকঃ