চীনা রাষ্ট্রদূতের বরেন্দ্র জাদুঘর পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক, রাবি: 

বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখেন চীনা রাষ্টদূত।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীনস্থ বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি পরিদর্শনে যান।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য  অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, জাদুঘরের পরিচালক ড. এ আর এম আব্দুল মজিদসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত জাদুঘরের প্রদর্শনী গ্যালারিসমূহ ও সংরক্ষিত প্রাচীন পান্ডুলিপি সংগ্রহ ঘুরে দেখেন। পরে রাষ্ট্রদূত উপাচার্য ও উপ-উপাচার্যকে কিছু উপহার দেন।#


শর্টলিংকঃ