ছুটি পেলেই ক্লাশ নিতে ছুটেন নাটোরের ডিসি!


নিজস্ব প্রতিবেদক, নাটোর:
সরকারী কর্মকর্তাদের ছুটি মানে মহা আনন্দের দিন। সপ্তাহে ৫দিন কর্মস্থলের নানা কাজে ব্যস্ত থাকতে হয় তাদের। ছুটির দিনে ৫দিনের ক্লান্তি দুর করতে আরাম-আয়েশ করে তারা। সব আরাম-আয়েশ ত্যাগ করে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ ছুটলেন ছুটির দিনে শিক্ষকতা করতে। জেলার সর্বোচ্চ এই কর্মকর্তা শনিবার সকালে জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে যান। সেখানে তিনি ৬ষ্ঠ ও নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ক্লাশ নেন। বেশ ফুরফুরে মেজাজে সুন্দর ভাবে উপস্থাপন করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইসরাফিল আজাদ সহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত
ছিলেন। এরআগে গত ২৪ জুন সোমবার সকালে গুরুদাসপুর উপজেলায় পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। এসময় তিনি আনন্দ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর ক্লাস নেন। তবে জেলা প্রশাসকের ক্লাশ নেওয়ার কারনে অনেকে হতবাক হয়ে পড়েন।


শর্টলিংকঃ