জমি দখলে নিতে দুইশ’ গাছ কেটে সাবাড়


অলিউল হক ডলার, নাচোল :
জমি দখলে নিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় দু্ইশ’ পেয়ারা, আম ও পেঁপের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে উপজেলার শিবপুর (শিয়ালা) গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

এভাবেই কেটে ফেলা হয়েছে বাগানের গাছ

জানা গেছে, নাচোল উপজেলার শিবপুর (শিয়ালা) মৌজার হাল ২৫ খতিয়ানভূক্ত ৩২০দাগের ১১শতাংশ জমি নিয়ে একই এলাকার নওশাদ আলী ও  হাবিবুর রহমানের বিরোধ চলছিল। নিজের দখলে থাকা ওই জমিতে পেয়ারা, আম ও পেঁপেঁর বাগান করেন হাবিবুর। হাবিবুরের পক্ষে বাগানটি তদারিক করছিলেন রেজাউল করিম নামে একব্যক্তি।

এ অবস্থায় শুক্রবার বিকেলে ওই বাগানের গাছ কেটে সাবাড় করে দেয় প্রতিপক্ষের সমর্থকরা। এসময় তারা রেজাউলের বাড়িতেও হামলা করে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে ।  এঘটনায় রেজাউল করিম বাদি হয়ে নাচোল থানায় মামলা করেছেন।পরে নাচোল থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান,  পেয়ারা বাগান কাটার অভিযোগ পেয়েছি।  ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 


শর্টলিংকঃ