দুর্গাপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ যুবক গ্রেফতার


দুর্গাপুর প্রতিনিধি :

রাজশাহীর দুর্গাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ রাজু আহাম্মেদ (২৬) গ্রেফতার করেছে। রোববার দুপুরে উপজেলার ঝালুকা গ্রাম থেকে রাজু আহাম্মেদকে গ্রেফতার করা হয়। রাজু ওই গ্রামের মোস্তফা ওরফে মোস্তার পুত্র।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে গ্রেফতারকৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় দূর্গাপুর থানাধীন ঝালুকা তালপট্টি মাজারপাড়া গ্রাম থেকে রাজু আহাম্মেদকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী জনৈক আবুল হোসেনের বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর আসামীর হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান আগ্নেয়াস্ত্র সহ ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে দূর্গাপুর থানায় মামলা রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


শর্টলিংকঃ