দেশে করোনা আক্রান্ত বেড়ে ৪৮


নিজস্ব প্রতিবেদক:

নতুন করে দেশে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

তিনি বলেন, নতুন করে দেশে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন দেশে নিশ্চিত রোগীর সংখ্যা ৪৮ জন। নতুন আক্রান্তরা আমাদের চিহ্নিত রোগীর মাধ্যমে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, একজন ৩১-৪০ বছরের মধ্যে, ৪১-৫১ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। দুইজন ঢাকায় এবং দুইজন ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরাে বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। অসুস্থ ব্যক্তি সংস্পর্শে যাবেন না। বয়স্ক ব্যক্তি অতিরিক্ত সাবধানে থাকবেন।

প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরে নতুন কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। আপনারা যেকোনো প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে কল করবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নে কল করবেন। নমুনা পরীক্ষার জন্য আমরা ল্যাবের সংখ্যা বাড়িয়েছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি সেরাটা দেওয়ার।

তিনি বলেন, আমাদের হটলাইনে কর পেয়েছি ৩২২১ টি। গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা সংগ্রহ করেছি। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ১২৬ জনের। যাদের বয়স বেশি এবং নিউমোনিয়া আছে তাদের নমুনা পরীক্ষা করার চেষ্টা করছি।


শর্টলিংকঃ