নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে কৃষকদের অবরোধ


নওগাঁ প্রতিনিধি :

ন্যায্যমূল্য নিশ্চিতসহ তিন দফা দাবিতে নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলার কৃষকরা। শনিবার দুপুরে সদর উপজেলা শহরের লিটন ব্রিজের মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

নওগাঁয় ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মহাসড়কে সবজি ফেলে কৃষকদের অবরোধ। ছবি: কাজী কামাল হোসেন।

নওগাঁ জেলা কৃষক সমিতি আয়োজিত এ কর্মসূচি থেকে কৃষি উপকরণের সাশ্রয়ী মূল্য ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুর দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে জেলার দুই শতাধিক কৃষক অংশ নেন।

অবরোধ চলাকালে সেখানে বক্তৃতা করেন জেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন রেজা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুুকুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক শফিকুল েইসলাম খোকন প্রমূখ।

প্রতিনিধি/আ.


শর্টলিংকঃ