নাটোরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার ৬৬৭ বস্তা চাল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার ৬৬৭ বস্তা চাল। বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ জানায়, বগুড়ার মোকামতলা এলাকার মন্ডল ট্রেডার্স থেকে খাদ্য অধিদপ্তরের লেবেল লাগানো ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের আনোয়ার হোসেনের আড়তে যাচ্ছিলো।

পথে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ট্রাক চালক মকবুল হোসেন গুরুতর আহত হন। তবে ট্রাক থেকে বের হয়ে আসে চাল গুলো।পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি উদ্ধার করে এবং চাল জব্দ করে।


তবে আড়তদার আনোয়ার হোসেনের দাবি, পুরাতন মার্কেট থেকে খাদ্য অধিদপ্তরের খালি বস্তা কিনে তার মধ্যে অন্য চাল প্যাকেট করা হয়েছিল।
এবিষয়ে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, চালগুলো আদোও পাচার করা হচ্ছিলো কিনা তা যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেবে পুলিশ।


শর্টলিংকঃ