নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা আ‘লীগের বুদ্ধিজীবী দিবস পালন


নিজস্ব প্রতিবেদক:

মহান বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে। এ দিবস পালন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবি স্মৃতিফলকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপিত মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক আব্দুল ওয়াদুদ দারা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড.পিএম শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপিত আখতার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. আব্দুস সামাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক এড. নাসরিন আখতার মিতা, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল হক জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান সাধারণ সম্পাদক আজাদ আলী, জেলা তাতীঁ লীগের সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।

পরে আগামী ১৬ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে কাটাকাখী মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩ টায় বিজয় দিবসের আলোচনাসভা সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, বিজয় দিবসের আলোচনাসভাকে জনসভায় পরিণত করার জন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেন সহযোগিতা কামনা করেন তিনি।


শর্টলিংকঃ