নুসরাত হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন


রাবি প্রতিনিধি:
নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে থেকে তারা এ দাবি জানায়।

দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম ‘এগারজন’ এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা শিক্ষাঙ্গনেও নিরাপদ নয়। নিয়মিত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে তারপরও নারীরা নির্যাতনের শিকার, যা দুঃখজনক। আমরা বলতে চাই, নুসরাত হত্যার ঘটনায় যারা জড়িত তাদের নাম, পরিচয় স্পষ্ট। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

ফোরামের সভাপতি আরাফাত শাহিনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, এগারজন’র উপদেষ্টা আলী ইউনুস হৃদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন।


শর্টলিংকঃ