পাবনায় দু’জন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনায় আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত দু’জনেই পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। এনিয়ে পাবনায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা: কে এম আবু জাফর জানান, সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় ২৯ ও ৫২ বছর বয়সী পাবনা জেনারেল হাসপাতালের দুই জন সিনিয়র স্টাফ নার্স এর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। রির্পোট আসার পরে তাদের দুজনকেই হোম আইসোলেশেনে প্রেরণ করা হয়েছে।

এর আগেও পাবনা জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ও এক সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ নিয়ে পাবনায় মোট ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন, সুজানগর উপজেলায় ১ জন ও ফরিদপুর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়। আর ১৩ জনের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ্য হয়েছেন।

আরও পড়তে পারেন রাজশাহীতে এবার পুলিশসহ দু’জন করোনা সংক্রমিত


শর্টলিংকঃ