পাবনায় মোবাইলে নিয়ে কেন্দ্রে যাওয়ায় পিয়নের কারাদণ্ড


নিজস্ব প্রতিবদেক, পাবনা:

পাবনায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় ৫১ টি কেন্দ্রে মোট ২৪ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুল পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালনকালে ওই কেন্দ্রের খন্ডকালীন পিয়ন ইমরান হোসেনকে (২২) সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা।

দন্ডপ্রাপ্ত ইমরান পাবনা সদর উপজেলার ছোট মনহরপুরের একরাম হোসেনের ছেলে।


শর্টলিংকঃ