পাবনায় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন


পাবনা প্রতিনিধি:

‘ অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এ স্লোগানে পাবনায় সঞ্চয় সপ্তাহ ২০২০ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় সঞ্চয় অধিদপ্তর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর উদ্যোগে ও জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,পাবনার আয়োজনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পাবনায় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন
পাবনায় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা সঞ্চয় কর্মকর্তা কৃষ্ণ কুমার শীলের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করন জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিউর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, অধ্যাপক শাহনেওয়াজ সালাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সঞ্চয় প্রতিটি মানুষের জন্যই সোনালি ভবিষ্যৎ। এ চিন্তা মাথায় রেখেই প্রতিটি মানুষের উচিত লাভবান হওয়া এবং দেশকে লাভবান করা। ক্ষুদ্র সঞ্চয়ই একদিন বৃহত্তর ভূমিকা রাখবে। আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত চলবে সঞ্চয় সপ্তাহের কার্যক্রম।

 


শর্টলিংকঃ